ঢাকা থেকে নওগাঁ এসে কোয়ারেন্টিনে, ৩ বাড়ি লকডাউন

Share on Facebook

ঢাকা থেকে নওগাঁ আসার পর করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় এক গ্রামে পাশাপাশি তিন ব্যক্তির তিনটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

ওই তিনজনের মধ্যে একজনের নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।

এক সপ্তাহ আগে তারা আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের খাসখামার গ্রামে নিজ নিজ
বাড়ি আসেন বলে স্থানীয় প্রশাসন জানায়।

বৃহস্পতিবার আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ছানাউল ইসলাম, সহকারী কমিশনার
(ভূমি) আরিফ মুর্শেদ মিশু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা
হ্যাপি সরেজমিনে প্রত্যক্ষ করে এই ব্যবস্থা নেন।

রোকসানা হ্যাপি সাবাদিকদের বলেন, করোনাভাইরাস পরীক্ষার জন্য অসুস্থ তিন ব্যক্তির
মধ্যে একজনের নমুনা সংগ্রহ করে আইডিসিআরে পাঠানো হয়েছে। তাদের তিনটি বাড়ি লকডাউন এবং
পাশের বাড়ির লোকজনকে সতর্ক করা হয়েছে। ওই তিন বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকতে
বলা হয়েছে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ছানাউল ইসলাম বলেন, গত সপ্তাহে ওই তিন ব্যক্তি
ঢাকা থেকে বাড়ি আসার পর থেকেই জ্বর-কাশি ও গলা ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। তাদের করোনাভাইরাসের
লক্ষণ থাকায় তাৎক্ষণিকভাবে
ওই বাড়িগুলো হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়।

“ওই বাড়িগুলোর আশপাশে জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ওয়ার্ড
কমিটিকে সার্বক্ষণিক তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।” ইউএনও আরও বলেন, “তাদের নিত্য প্রয়োজনীয়
বিষয়ে আমাকে অবগত করতে বলেছি, যাতে কোনো বিষয়ে তাদের সমস্যা না হয়।”

Leave a Reply