ঘুরে আসুন গোলাপ গ্রাম

Share on Facebook

অফিসের একঘেয়েমি কাজের মাঝে
যখন আপনি বিরক্ত তখন নিজেকে সতেজ করতে ঘুরে আসতে পারেন ঢাকার আশপাশে থেকে।
একটু ইচ্ছে করলেই কাটাতে পারেন ভালো
সময়। ঢাকার খুব কাছেই এমন সুন্দর কিছু জায়গা আছে যেখানে কম সময়ের মধ্যে ঘুরে আসতে
পারেন, কাটিয়ে আসতে পারেন উপভোগ্য
কিছু মুহূর্ত। এমনই
একটি জায়গা সাভারের সাদুল্লাপুর গোলাপের গ্রাম।

সাদুল্লাপুর গ্রামটিতেই
গোলাপের চাষ হয়। গ্রীষ্ম, বর্ষা,
শীত সব ঋতুতেই চলে গোলাপ চাষ। তবে এখানে গোলাপের দামের উঠানামা
করে। আপনি চাইলে গোলাপের গ্রাম থেকে গোলাপ কিনে প্রিয়জনকে উপহার দিতে পারেন।

পুরো
গ্রামটাই যেন গোলাপের বাগান! উঁচু জমিগুলো ছেয়ে আছে মিরান্ডি জাতের গোলাপে। লাল,
হলুদ, সাদা-কত বর্ণের যে গোলাপ তার কোনো ইয়ত্তা নেই। যতদূর যাবেন গোলাপে ঢাকা
চারপাশ মুগ্ধ করে রাখবে আপনাকে। সকালের শিশির ভেজা গোলাপে নরম আলোর ঝিকিমিকি।
গ্রামের বুক চিরে চলে গেছে আঁকাবাঁকা সরু পথ। তার দু’পাশে বিস্তীর্ণ গোলাপের
বাগান। ফুঁটে আছে টকটকে লাল গোলাপ। গ্রামে ছড়িয়ে পড়েছে গোলাপের সৌরভ। এখানের
যেকোনো বাগান থেকে কথা বলে গোলাপ কিনেও নিতে পারেন আপনি।

কীভাবে যাবেন-
ঢাকার খুব কাছেই সাভারে তুরাগ তীরে সাদুল্লাপুর (গোলাপ গ্রাম)-এর অবস্থান। ঢাকার যেকোনো জায়গা থেকে আপনি গাবতলী আসতে পারেন। ভাড়া ২০-২৫ টাকা। এরপর গাবতলী বাসস্টান্ড থেকে যেকোনো বাসে সাভার বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে নামতে হবে। গাড়ি ভাড়া ২৫ টাকা। ওভারব্রিজ পাড় হয়ে পূর্ব দিকের বিরুলিয়া ইউনিয়নের রাস্তায় ব্যাটারিচালিত হ্যালো বাইকে করে ভাড়া ২০ টাকা দূরত্ব হবে ৩ থেকে ৪ কিলোমিটার। চলে যাবেন স্বপ্নের মতো সুন্দর গোলাপ গ্রামে।

পরামর্শ-
গোলাপ বাগানে গিয়ে গোলাপ ছিড়বেন না। গ্রামে ভালো খাবারের হোটেল না থাকায় আপনি খাবার নিয়ে যেতে পারেন। গ্রামের মানুষ বিরক্ত বা তাদের অসুবিধা হয় এমন কাজ করবেন না।

Leave a Reply