করোনা: নতুন শনাক্ত ৫৪, মৃত্যু ৩

Share on Facebook

গত ২৪ ঘন্টায় দেশে মোট ৯৮১ জনের নমুনা পরীক্ষা, নতুন মৃত্যু ৩, নতুন শনাক্ত ৫৪ জন।বুধবার দুপুরে, মহাখালীতে করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়াদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ২১ জন নারী। এদের মধ্যে ৩৯ জন ঢাকার এবং বাকিরা রাজধানীর বাইরের।এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৮ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জন। ব্রিফিংয়ে জানানো হয়, দেশে এখন আইসোলেশনে আছেন ১১১ জন এবং কোয়ারেন্টিনে রয়েছেন ১০, ১৫৭ জন।

গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর সংক্রমণ দিন দিন বাড়ছে। প্রথমে ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত করোনার বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এই ছুটি ১১ই এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ ছুটি বাড়ানো হয়েছে ১৪ই এপ্রিল পর্যন্ত। রাজধানী ঢাকায় প্রবেশ ও বহিরাগমন নিষিদ্ধ করা হয়েছে। অফিস-আদালত থেকে শুরু করে গণপরিবহন সবই বন্ধ রয়েছে। কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতালসহ জরুরি সেবা এই বন্ধের বাইরে রয়েছে। আর, সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকার মোট ৫২টি এলাকা অবরুদ্ধ করা হয়েছে। আর, জনসাধারণের রাজধানী ত্যাগ ও প্রবেশ বন্ধে পুলিশের কঠোর অবস্থান রয়েছে। পুরান ঢাকা, মোহাম্মদপুর, আদাবর, বসিলা, বাড্ডা ও বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন ভবন ও গলি লকডাউন করেছে প্রশাসন।

এছাড়া, নারায়ণগঞ্জ জেলা সম্পূর্ণ লকড ডাউন ঘোষণা করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তবে জরুরী পরিসেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ইত্যাদি এর আওতাবহিভূর্ত থাকবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply