করোনায় বিশ্বে ১ লক্ষ ৬০ হাজার মানুষ এ পর্যন্ত মারা গেছে

Share on Facebook

করোনা ভাইরাসের থাবায় মৃত্যুর মিছিল যেন থামছে না। বেড়েই চলেছে করোনার ভয়াবহ থাবা। ছোট বড় আবাল বৃদ্ধা কেউ বাদ পরছে না। মানুষ যেন এরই মধ্যে মৃত্যু ভয় টের পেতে শুরু করেছে। এরইমধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে এক লক্ষ ষাট হাজার। গত ২৪ ঘন্টায় বিশ্বে ৬,৫০৫ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাস সংক্রমণে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২ লক্ষের বেশি মানুষ। এরমধ্যে ৫৫ হাজারের বেশি রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়।

সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১,৬০,৬৪৩ জন ব্যক্তি। কোভিড-১৯ এর সংক্রমণে সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ২৩ লক্ষ ৩০ হাজার ১৫০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ২৮৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লক্ষ ৯৬ হাজার ৪৮২ জন। বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৫ লক্ষ ৭৩ হাজার ২৫ জন। যাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৫৫,২৬৫ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় বুধবার (১৫ই এপ্রিল) মৃত্যু হয় ১,৮৬৭ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে মোট ৩৯,০১৪ জনের।

এদিকে, স্পেনে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২০,৬৩৯ জনের। আর, গত ২৪ ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৬৩৭ জনের। সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৯৪ হাজার ৪১৬ জন। মোট সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৭৯৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৭৭ জন।

অন্যদিকে, ইতালিতে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৮২ জনের। এখন পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২৩,২২৭ জনের আর আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৭৫ হাজার ৯২৫ জন। মোট সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৯২৭ জন। আর, গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৯১ জন।

Leave a Reply