করোনায় মৃত প্রবাসি বাংলাদেশিদের পূর্ণাঙ্গ তালিকা দিল সৌদি

Share on Facebook

সৌদি আরবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২০ হাজার ৭৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৫২ জন। সুস্থ হয়েছেন ২৭৮৪ জন। আর সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৪৬ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। সে হিসেবে সৌদিতে মৃত্যুর সংখ্যার এক-তৃতীয়াংশ বাংলাদেশি।

সৌদি আরবের সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জেদ্দা, মক্কা ও মদিনায়।

রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্ জানান, এ পর্যন্ত সৌদিতে ৪৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তবে কতজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন, সেটা সৌদি কর্তৃপক্ষ তাদের জানায়নি।

বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন শহরে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া বাংলাদেশিরা হলেন-

মদিনায় মারা গেছে ২৬ জন- কোরবান, পিতা-রিয়াজুল করিম, গ্রাম-সাদাপুর পুরান বাড়ী, ডাকঘর-নগরকন্দা, থানা-সাভার, জেলা-ঢাকা।

ডাঃ মোহাম্মদ আফাক হোসেন মোল্লা, পিতা-মোহাম্মদ আমজাদ হোসেন, গ্রাম-মাছিমদিসা, ডাকঘর-রতনগঞ্জ, উপজেলা-নড়াইল সদর, জেলা-নড়াইল।

মোহাম্মদ হাছান, পিতা-লিয়াকত আলী, গ্রাম-চক ফেরানী দুল্লভের পাড়া, ডাকঘর-বড় হাতিয়া, উপজেলা-লোহাগড়া, জেলা-চট্টগ্রাাম।

মোহাম্মদ জসিম উদ্দিন, পিতা-মোজাফফর আহমেদ, গ্রাম-আজিমপুর, ডাকঘর-চাদাহা, উপজেলা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম।

মান্নান মিয়া, পিতা-আজিজুল হক, গ্রাম-মাধবপুর, ডাকঘর-চান্দাহার, উপজেলা-সিঙ্গাইর, জেলা-মানিকগঞ্জ।

মোহাম্মদ নাছির, পিতা-মৃত মোক্তার আহমেদ, গ্রাম-এওচিয়া, ডাকঘর-দেওদীঘি, উপজেলা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম।

মোহাম্মদ রহিম উল্লাহ, পিতা-ফয়েজ উল্লাহ, গ্রাম-পালেগ্রাম, ডাক-ইজ্জতনগর, উপজেলা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম।

খোকা মিয়া, পিতা-সিরাজ উদ্দিন, গ্রাম-বড়গাও, ডাক-সাতপাড়া, উপজেলা-শিবপুর, জেলা-নরসিংদী।

রুস্তম খন্দকার, পিতা-আব্দুস সাত্তার খন্দকার, গ্রাম-গোলাঘাটা কড়ইতলা, ডাকঘর-খোলপটুয়া, উপজেলা-বামনা, জেলা-বরগুনা।

মোহাম্মদ জাহিদ, পিতা-মোহাম্মদ ফিরোজ, গ্রাম-চর ভাংগা, ডাকঘর-গন্ডামারা, উপজেলা-হাইমচর, জেলা-চাঁদপুর।

মোহাম্মদ শফিউল আলম, পিতা-আমিনুর রহমান, গ্রাম-দুয়ারা, উপজেলা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম।

শেখ মোহাম্মদ আলী, পিতা-মোঃ আরশেদ আলী, গ্রাম-মুজগুন্নী, ডাকঘর-খুলনা জিপিও, থানা-খালিশপুর, জেলা-খুলনা।

হাবিবুর রহমান, পিতা-মোখলেসুর রহমান, গ্রাম-কনেশতলা, ডাকঘর-বালুরচর, উপজেলা-কুমিল্লা সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা।

ওমর আলী, পিতা-মোহাম্মদ আলী, গ্রাম-বনবাড়ী, ডাকঘর-রাজাপুর, উপজেলা-কালিহাতি, জেলা-টাঙ্গাইল।

মিজানুর রহমান, পিতা-আবদুর রহমান, গ্রাম-চঁাদপুর, ডাকঘর-সাতুরা শরীফ, উপজেলা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়িয়া।

আজেবুর রহমান, পিতা-ফটিক প্রামানিক, গ্রাম-মানহরপুর, ডাকঘর-তাবুনিয়া, উপজেলা-পাবনা সদর, জেলা-পাবনা।

এম.এইচ.এম. ওবায়দুর রহমান চৌধুরী, পিতা-ছৈয়দ আহমদ চৌধুরী, হালিশহর, চট্টগ্রাম।

রাশেদ আলম, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম।

আহমদ হোসাইন, পিতা-গনি মিয়া সারং, গ্রাম-কোতয়ালীঘোনা, কাশেম ফকির বাড়ি, ডাকঘর-গহিরা, উপজেলা-রাউজান, জেলা-চট্টগ্রাম।

মোহাম্মদ ইসলাম, পিতা-রশিদ আহমেদ, গ্রাম-সোনাকানিয়া, ডাকঘর-মির্জারখিল, উপজেলা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম।

মোঃ দেলওয়ার হোসেন, পিতা-সারহাব খান, গ্রাম-সাতিয়া, ডাকঘর-খালপাড়, উপজেলা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা।

মোহাম্মদ আলমগীর হোসেন, পিতা-মোহাম্মদ মকবুল হোসেন, গ্রাম ও ডাকঘর-দক্ষিণ মজিদ বাড়িয়া, উপজেলা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী।

আশরাফুল, পিতা-আবদুল মজিদ, গ্রাম+ডাকঘর+উপজেলা-মির্জাপুর, জেলা-টাঙ্গাইল।

সিরাজ, পিতা-হারুন অর রশিদ, গ্রাম-গাবুয়া, ডাকঘর-পয়েলি বাজার, উপজেলা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুর ।

রেজাউল হক, পিতা-সাইফুল মুলক, গ্রাম-শিলকুপ, ডাকঘর-মঙ্কির চর, উপজেলা-বাঁশখালি, জেলা-চট্টগ্রাম।

সোহেল রানা, পিতা-আফসার উদ্দিন, গ্রাম-চর মাধবপুর, ডাকঘর-চাঁদপুর, উপজেলা-সিঙ্গাইর, জেলা-মানিকগঞ্জ।

জেদ্দায় মারা গেছেন ৮ জন-সাইফুদ্দিন, পিতা-আবু তাহের, গ্রাম-রামপুর, ডাকঘর-বামনিয়া, উপজেলা-কোম্পানিগঞ্জ, জেলা-নোয়াখালী।

আবদুল করিম, পিতা-মমতাজ উদ্দিন, গ্রাম-বনমালিপাড়া, ডাকঘর-পল্লীমঙ্গল হাট, উপজেলা-বগুড়া সদর, জেলা-বগুড়া।

মোহাম্মদ আবদুল মান্নান, পিতা-আবদুল ওয়াহিদ, গ্রাম-পূর্ব মানিকপুর, ডাকঘর-ইছামতি, উপজেলা-জকিগঞ্জ, জেলা-সিলেট।

মোঃ হারুন ভূইয়া, পিতা-আবু হাশেম ভূইয়া, গ্রাম ও ডাকঘর-বাটাজোর, উপজেলা-গৌরনদী, জেলা-বরিশাল।

মোঃ ফিরোজ উদ্দিন, পিতা-রুহুল আমিন, গ্রাম-বড় হোসেনপুর (আখন্দবাড়ি), ডাকঘর-জিরতলী, উপজেলা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী।

মোহাম্মদ আবদুল আজিজ, পিতা-আবদুল করিম, গ্রাম-এওচিয়া, ডাকঘর-দেওদীঘি, উপজেলা- সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম।

কামাল হোসেন, পিতা-মোতালিব, গ্রাম ও ডাকঘর-ইব্রাহিমপুর, উপজেলা-নবীনগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া।

সারওয়ার, পিতা-মোহাম্মদ বাবু, গ্রাম-নতুন হাবালি, ডাকঘর ও উপজেলা-সরাইল, জেলা-ব্রাহ্মনবাড়িয়া।

#মক্কায় মারা গেছেন ১২ জন

সিরাজ, পিতা-মোহাম্মদ সিরাজ মিয়া, গ্রাম-ফোনাশাইল, ডাকঘর-রহিমানগর, উপজেলা-কচুয়া, জেলা-চাঁদপুর।

হাফেজ রুহুল আমিন, পিতা-মোহাম্মদ শফি, গ্রাম-নোয়াপাড়া, ডাকঘর-রাজারকুল, উপজেলা-রামু, জেলা-কক্সবাজার।

মোহাম্মদ জসিম, পিতা-শিশু মিয়া, গ্রাম-ভোয়ালিয়া পাড়া, ডাকঘর ও উপজেলা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম।

দুলাল মিয়া, পিতা-সিরাজ মিয়া, গ্রাম-নন্দনপুর, ডাকঘর ও উপজেলা-রামগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর।

মোহাম্মদ জমির উদ্দিন, পিতা-আবুল হাসেম, গ্রাম-মধ্য হাসিমপুর, ডাকঘর-হাসিমপুর, উপজেলা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম।

মাহবুবুল হক, পিতা-আবদুল আজিজ, গ্রাম-বিনয়ঘর, ডাকঘর-নাথেরপেটুয়া, উপজেলা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লা।

মোঃ মোরশেদুল আলম, পিতা-মোঃ বাছা মিয়া, গ্রাম-উত্তর আমিরাবাদ, শান্তিপুর পাড়া, ডাকঘর-পদুয়া, উপজেলা-লোহাগড়া, জেলা-চট্টগ্রাম।

মোহাম্মদ আবদুর রহিম, পিতা-বদুজ্জামান, গ্রাম-বাগ পানচরা, ডাকঘর-নন্দিয়াপাড়া, উপজেলা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালী।

মনজুর আহমেদ, পিতা-মোহাম্মদ কাজেম, গ্রাম-চুনতি, ডাকঘর-শুক্কুর আলী, উপজেলা-লোহাগড়া, জেলা-চট্টগ্রাম।

ফরিদুল আলম, পিতা-জামিল আহমেদ, গ্রাম-দক্ষিণ গৌরঙ্গিয়া, ডাকঘর-গৌরঙ্গিয়া, উপজেলা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম।

মজিবুর রহমান, পিতা-মোহাম্মদ সোলায়মান, গ্রাম-সরিমান পাড়া, ডাকঘর-আধু নগর, উপজেলা-লোহাগড়া, জেলা-চট্টগ্রাম।

নিছার আহমেদ, পিতা-নুরুল হোসেন নুরী, গ্রাম-পানখালী, ডাকঘর-হ্নীলা, উপজেলা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

Leave a Reply