এবার রাজধানীতে ফিরার ভির বাড়তে শুরু করেছে

Share on Facebook

ঈদের ছুটি শেষে করোনা সংক্রমণ ঝুঁকি নিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। সেই সাথে করোনা দুর্যোগের মধ্যে আবারও বাড়তে শুরু করেছে ঢাকামুখী ভির।

বুধবার সকাল থেকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে সংখ্যা। দভোরে ঝড় বৃষ্টির কারণে একঘণ্টা বন্ধ ছিলো ফেরি চলাচল। গণ পরিবহণ বন্ধ থাকায় দ্বিগুন ভাড়ায় ছোট যানবাহনে গাদাগাদি করে ঘাটে আসছেন যাত্রীরা।

যানবাহন পারাপারের পাশাপাশি যাত্রী পারাপারে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। তবে, পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি রয়েছে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ। বৈরী আবহাওয়ার কারণে ১৭টি ফেরির মধ্যে ১০টি ফেরি চালু রয়েছে এই ঘাটে।

Leave a Reply