আইএটিএ পরিবারের নতুন সদস্য ইন্ডিগো

Share on Facebook

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ’তে (ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন) যুক্ত হবার সনদ পেলো ভারতের ইন্ডিগো এয়ারলাইন্স। ভারতের গুরগাঁওতে এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে এই সনদপত্র প্রদান করা হয় গত ২৭ নভেম্বর (বুধবার)।

আইএটিএ-এর এশিয়া
প্যাসিফিক অঞ্চলের সহ-পরিচালক কনরাড ক্লিফোর্ড এই সার্টিফিকেটটি প্রদান করেন
ইন্ডিগো এয়ারলাইন্সের প্রেসিডেন্ট ও সিওও ওলফগ্যাং প্রোক-শ্যাওয়েরকে। আইএটিএর এই
সদস্যপদ প্রাপ্তির ফলে ইন্ডিগোর আন্তর্জাতিক পরিচিতি আরও বৃদ্ধি পাবে। এছাড়াও
ভবিষ্যতে অংশীদার পাবার জন্যও সুবিধা পাবে।

সম্প্রতি তাদের আন্তর্জাতিক
ব্যবসাকে বিস্তৃত করবার জন্য কাতার এয়ারওয়েজের সাথে একমূখী কোডশেয়ারের ঘোষনা দিয়েছে
ইন্ডিগো। এছাড়াও টার্কিশ এয়ারলাইন্সের সাথে যৌথভাবে কাজ করছে তারা ২০১৮ সালের
ডিসেম্বর থেকে। তাদের সম্প্রসারনের এই কৌশলের অংশ হিসেবে ইন্ডিগো ২০১৯ সালে থেকেই
তুরস্ক, সৌদি আরব, চীন, মায়ানমার ও ভিয়েতনামের কয়েকটি করে শহরে ফ্লাইট পরিচালনা করে
আসছে।

গত বুধবার সার্টিফিকেট গ্রহনের অনুষ্ঠানে ইন্ডিগো এয়ারলাইন্সের প্রেসিডেন্ট ও সিওও ওলফগ্যাং প্রোক-শ্যাওয়ের বলেন, ‘এয়ারলাইন্সের আন্তর্জাতিক সম্প্রসারনের কৌশলে এগিয়ে যাবার পথে এটি একটি মাইলফলক। কাতার এয়ারওয়েজের সাথে সম্প্রতি দেয়া কোডশেয়ারের ঘোষণা এবং তুর্কি এয়ারলাইন্সের সাথে প্রায় এক বছর ধরে সফল অংশীদারিত্বের পর আইএটিএর সদস্য হওয়া, ইন্ডিগোকে অন্যান্য এয়ারলাইন্সের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে ও তার নেটওয়ার্ককে আরও দ্রুত বাড়ানোর ক্ষেত্রে সহায়তা করবে অনেক।

বর্তমানে ইন্ডিগো একটি আইএটিএ
অপারেশনাল সেফটি অডিট (আইওএসএ) নিবন্ধিত বিমান সংস্থা এবং আইএটিএ ক্লিয়ারিং হাউজের
সদস্য। ২৯০ টি এয়ারলাইন্সের প্রতিনিধিত্ব করে এখন আইএটিএ।

Leave a Reply