২০২০ সালের সেরা ১০ এয়ারলাইন্স

Share on Facebook

বিমান ভ্রমণের
আগ্রহটা আমাদের সবারই রয়েছে। বহু মানুষকে নানা সময়ে বিমান ভ্রমণ করতে হয়। কিন্তু
কোনো প্রতিষ্ঠানের বিমান কেমন তা হয়তো আমরা জানি না। বিমান সেবা প্রতিষ্ঠানগুলোর র‌্যাংকিংকারী
অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান
‘এয়ারলাইন রেটিং ডট কম’ আগামী বছরের জন্য সেরা
১০টি এয়ারলাইনের তালিকা প্রকাশ করেছে।

বিগত বছরের সামগ্রিক
মূল্যায়নের ভিত্তিতে করা হয়েছে এই র‌্যাংকিং। বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সের জন্য
এই তালিকায় স্থান পাওয়াটা অনেকটা ‘অস্কার’ বিজয়ের মতো। আর এ কারণে সারা বছরই
এয়ারলাইন্সগুলো তালিকায় ওপরের দিকে থাকার চেষ্টা করে।

২০২০ সালের সেরা ১০টি বিমান সেবা প্রতিষ্ঠান হচ্ছে:

১. এয়ার নিউজিল্যান্ড
ষষ্ঠবারের মতো সেরা হয়েছে
নিউজিল্যান্ডের পতাকাবাহী এই এয়ারলাইন্সটি৷ এ প্রসঙ্গে এয়ারলাইন রেটিংস ডটকম
বলেছে, পরপর পঞ্চমবার সেরা হওয়ার পর গত বছর তালিকার
২য় স্থানে চলে গিয়েছিলো এয়ারলাইন্সটির অবস্থান। পুনরায় ১ম স্থানে আসবার পেছনে
তাদের দারুণ আর্থিক পারফরমেন্স, ইন-ফ্লাইট ইনোভেশনস, পরিবেশ রক্ষায় তাদের নেতৃত্ব,
বিমানে নতুনত্ব আর তাদের কর্মকর্তা-কর্মচারীদের কাজের প্রতি থাকা সন্তুষ্টিই কারন। এছাড়াও এবারকার প্রিমিয়াম ইকোনমিতেও সেরা হয়েছে এয়ার নিউজিল্যান্ড।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিজনেস ক্লাস

২. সিঙ্গাপুর
এয়ারলাইন্স

গত বছরের তালিকায়
প্রথম হওয়া এই এয়ারলাইন্সটি এবারে নেমে এসেছে ২য় স্থানে। মূল তালিকায় দুই নম্বরে
থাকলেও ফ্লাইটে প্রথম শ্রেণির যাত্রীদের সুযোগ-সুবিধা দেওয়ার দিক দিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্স আছে এক
নম্বরে৷ এছাড়াও তাদের কেবিন ক্রুদের সেবাও সবার চেয়ে সেরা ছিল বলে জানিয়েছে এয়ারলাইন রেটিংস ডটকম৷

৩. অল নিপ্পন
এয়ারওয়েজ

জাপানের সবচেয়ে বড় এয়ারলাইন এটি৷ এক ডজন বিষয় বিবেচনায় নিয়ে রেটিং তৈরি করেছে
এয়ারলাইন রেটিংস ডটকম৷ বিমানের বয়স,
নিরাপত্তাব্যবস্থা, যাত্রীদের দেওয়া রেটিং,
দূরপাল্লার যাত্রায় ইকোনমি ক্লাসের সুযোগ-সুবিধা ইত্যাদির বিবেচনায়
তালিকার ৩য় স্থান দখল করে নিয়েছে জাপানি এই এয়ারলাইন্সটি৷

৪. কোয়ান্টাস
অস্ট্রেলিয়ার পতাকাবাহী এই বিমান সংস্থা আছে তালিকার ৪র্থ স্থানে৷ তবে ওয়েটিং
লাউঞ্জের মানের দিক থেকে কোয়ান্টাসই সেরা৷ এছাড়া অভ্যন্তরীণ রুটে কোয়ান্টাস যেসব
ফ্লাইট পরিচালনা করে সেগুলোর আসন ব্যবস্থা আর সেবার মান আন্তর্জাতিক ফ্লাইটের ‘সমতুল্য বা তার চেয়ে
বেশি’ বলে জানিয়েছে এয়ারলাইন রেটিংস ডটকম৷ এছাড়াও
কোয়ান্টাসের খাবারের মানও অত্যন্ত ভালো।

৫. ক্যাথে
প্যাসিফিক

হংকংয়ের পতাকাবাহী এই এয়ারলাইন্সটি তালিকার ৫ম স্থান দখল করে নিয়েছে। ক্যাথে
প্যাসিফিককে এয়ারলাইন রেটিংস ডটকম বিভিন্ন অঞ্চলের সেরা কম খরচের (লো-কস্ট
এয়ারলাইন) বিমান সংস্থা বলে চিহ্নিত করেছে৷ এছাড়াও দীর্ঘযাত্রার জন্য সেরা
এয়ারলাইন্সের ভোটও পেয়েছে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্স।

৬. এমিরেটস
তালিকার ৬ষ্ঠ স্থান দখল করে নিয়েছে দুবাইয়ের পতাকাবাহী এই এয়ারলাইন্সটি। বর্তমানে বিশ্বের
সবচাইতে বড় এয়ারলাইন্স এটি। ইন-ফ্লাইট বিনোদনের দিক থেকে সেরা বিবেচিত হয়েছে
এমিরেটস। এছাড়াও দীর্ঘযাত্রার জন্যও এগিয়ে আছে এয়ারলাইন্সটি।

৭. ভার্জিন আটলান্টিক
ব্রিটিশ
এই এয়ারলাইন্সটি গতবছর তালিকার বাইরে পড়ে গেলেও এই বছরে তালিকার ৭ম স্থানে চলে
এসেছে আবার। ইউরোপ
ও অ্যামেরিকার মধ্যে ফ্লাইট পরিচালনা করে ভার্জিন আটলান্টিক৷

৮. ইভা এয়ার
গত বছরের মতো
এবারেও ৮ম স্থানে অবস্থান করছে তাইওয়ানের এই এয়ারলাইন্সটি। যাত্রীদের পছন্দের ভোট
পেয়ে জনপ্রিয়।

কাতার এয়ারলাইন্সের ক্যাটারিং-

৯. কাতার
সেরা এয়ারলাইন্সের তালিকায় ৯ম স্থান পেলেও ক্যাটারিংয়ের দিক থেকে সেরা হিসেবে
বিবেচিত হয়েছে কাতারের পতাকাবাহী এই এয়ারলাইন্সটি। এছাড়াও বিজনেস ক্লাসের
কিউস্যুটের সুবিধার দিক থেকেও সেরা নির্বাচিত হয়েছে এই সংস্থাটি।

১০. ভার্জিন
অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার দ্বিতীয়
বড় এয়ারলাইন্স
এটি৷ এয়ারলাইন রেটিংস
ডটকমের তালিকায় ১০ম স্থানে থাকলেও
সেরা কেবিন ক্রু ও ইকোনমি ক্লাসের সুবিধার জন্য এই এয়ারলাইন্সের নাম আছে সবার
ওপরে৷

Leave a Reply