রিজেন্টে যুক্ত হচ্ছে ৪ টি বিমান

Share on Facebook

চলতি বছরেই তাদের
বহরে আরও চারটি বোয়িং ৭৩৭—৮০০ বিমান যুক্ত করতে যাচ্ছে বেসরকারী বিমানসংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।
আগামী মে মাসে পাওয়া যাবে নতুন বিমানের ডেলিভারি। গত বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর
সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সংবাদটি প্রকাশ করেন সংস্থাটির প্রধান
নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ।

নতুন বিমানগুলো যুক্ত
হলে উন্নতমানের আটটি বোয়িং বিমানের একটি আধুনিক বহর নিয়ে নিজস্ব নেটওয়ার্ক
সম্প্রসারণের পাশাপাশি বর্তমান গন্তব্যগুলোতেও ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনা
রয়েছে রিজেন্টের।

এছাড়াও, কোম্পানি
বন্ধের খবর মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ইমরান আসিফ। এসময়ে বিমান সংকটের কারণে
কয়েকটি গন্তব্যে ফ্লাইট বন্ধ করার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

বর্তমান অবস্থা ও
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এয়ারলাইন্সটির
প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হানিফ জাকারিয়া এবং পরিচালক-বিক্রয় ও বিপণন সোহেল
মজিদ। সংবাদ সম্মেলনে জানানো হয়,
রিজেন্টের বহরে চারটি বিমান থাকলেও বর্তমানে মাত্র দু’টি দিয়েই
ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

রিজেন্ট এয়ারওয়েজ
বেসরকারি বিমানসংস্থাটি প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে এবং এর প্রথম যাত্রা শুরু হয়
একই বছর ১০ নভেম্বর থেকে। বর্তমানে এই এয়ারলাইন্সটি দেশের চট্টগ্রাম, কক্সবাজারে  অভ্যন্তরীন এবং কলকাতা, কুয়ালালামপুর,
সিঙ্গাপুর, মাস্কাট ও দোহাতে পরিচালনা করছে আন্তর্জাতিক ফ্লাইট।

Leave a Reply