ব্রাজিল ভ্রমণে ভিসামুক্ত সুবিধা পাচ্ছে ভারতীয় ও চীনা নাগরিক

Share on Facebook

ভারতীয়
ও চীনাদের পর্যটকদের ব্রাজিল ভ্রমণে ভিসামুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে
ব্রাজিলিয়ান সরকার প্রধান। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল ভ্রমণের ভিসামুক্ত সুবিধা
দেশদুটির পর্যটকদের পাশাপাশি ব্যবসায়ীদের জন্যেও চালু হবে বলে তিনি জানান। বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) চীন
সফরকালে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর মেসিয়াস বলসোনারো এই ঘোষণা করেন। প্রেসিডেন্ট
বলেন, এখন
থেকে ব্রাজিলে যেতে চীনা ও ভারতীয় পর্যটক বা ব্যবসায়ীদের ভিসার প্রয়োজন হবে না।

চলতি বছরের শুরুতে
ব্রাজিলের প্রেসিডেন্ট পদে বসেন ডানপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত বলসোনারো। তিনি ইতোমধ্যে কয়েকটি উন্নত
দেশের নাগরিকদের জন্য ভিসার প্রয়োজনীয়তা শিথিল করার নীতি হাতে নিয়েছেন। তবে
উন্নয়নশীল বিশ্বের কোনো দেশের জন্য প্রথমবারের মতো এমন ঘোষণা দিলেন বলসোনারো।

চীনের জনসংখ্যা প্রায় ১.৯৯ বিলিয়ন এবং ভারতের সংখ্যা ১.৩ বিলিয়ন। এছাড়াও ভারত ও চীন উভয় দেশই ব্রিকসের অংশ। ৫টি প্রধান উঠতি দেশের অর্থনীতির সংস্থা ব্রিকসের সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা।

এই বছরেরই শুরুর দিকে
ব্রাজিল সরকার মার্কিন যুক্তরাষ্ট্র,
কানাডা, জাপান এবং অস্ট্রেলিয়ার পর্যটক ও ব্যবসায়ীদের
জন্য ভিসা ব্যবস্থা বাতিল করেছে। তবে ব্রাজিলের নাগরিকদের জন্য ভিসা ছাড়া
যাতায়াতের কোনো ব্যবস্থা করেনি ভিসামুক্ত দেশগুলো।

Leave a Reply