বোয়িংয়ের সাথে ৩০টি ড্রীমলাইনার কেনার চুক্তিতে এমিরেটস

Share on Facebook

গত বুধবার (২০ নভেম্বর)
দুবাই এয়ার শো’তে ৩০টি ৭৮৭ ড্রীমলাইনার বোয়িং বিমানের জন্য অর্ডার করেছে বিশ্বের অন্যতম
বৃহৎ যাত্রীবাহী
বিমানসংস্থা এমিরেটস এয়ারলাইন্স। ৩০টি বোয়িংয়ের জন্য তাদেরকে গুণতে হচ্ছে প্রায় ৯ বিলিয়ন
মার্কিন ডলার। এর ফলে তারা পূর্বে অর্ডার করা ১৫৬টি ৭৭৭এক্সের সংখ্যা কমিয়ে এনেছে
১২৬টিতে।

ড্রীমলাইনারগুলোর
ডেলিভারি ২০২৩-এর মে মাস থেকে শুরু হবে বলে জানিয়েছেন এয়ারলাইন্সটির চেয়ারম্যান ও
নির্বাহী পরিচালক শেখ আহমেদ বিন সাঈদ। আন্তর্জাতিক সংবাদসংস্থা ন্যাশনাল বিজনেসের
মাধ্যমে জানা গেছে এসব তথ্য। দুবাই
এয়ার শো’তে
বিশ্বের বৃহত্তম বিমানের বহর পর্যালোচনা করার পরই পরিবর্তিত করা হয় বোয়িংয়ের পূর্বের
অর্ডার।

উল্লেখ্য, ২০১৭ সাল
থেকে বোয়িংয়ের সাথে চলমান থাকা ৪০টি ড্রীমলাইনারের অর্ডারের চুক্তিকে নতুন করে
পর্যালোচনা করা হয়েছে গত সপ্তাহেই। এছাড়াও এমিরেটস জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মাঝেই
৭৭৭এক্স সাপ্লাইয়ের ব্যাপারে আলোচনায় বসবে বোয়িংয়ের সাথে তারা।

এমিরেটস এয়ারলাইন্সের প্রেসিডেন্ট টিম ক্লার্ক জানান, মধ্য ও দূর-পাল্লার রুটের জন্য ব্যবহার করতে চান তারা নতুন ৭৮৭ ড্রীমলাইনারগুলো।

এর আগে এমিরেটস
এ৩৮০এয়ারবাস কিনলেও সম্প্রতি এধরনের বিমানে ত্রুটি দেখা দেয়ায় এই ধরনের
সুপারজাম্বো বিমান তৈরি করা বন্ধ করছে সংশ্লিষ্ট কোম্পানি। তারপরও এমিরেটস আরো
৫০টি এয়ারবাস এসএ এ ৩৫০ মডেলের বিমানের অর্ডার দিয়েছে দুবাই এয়ার শো’তে।

এই বছরের মার্চের আগের ৫
মাসে বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের বিমানে বড় ধরনের কিছু ত্রুটি ধরা পড়ে এবং বড় কিছু
দূর্ঘটনা ঘটে। ফলে এর বাজার বেশ কিছুটা পড়ে যায়।

Leave a Reply