বৃহত্তম বরফ ও তুষার উৎসব

Share on Facebook

চীনের উত্তরে হেইলংজিয়াঙ
প্রদেশে বিশ্বের বৃহত্তম বরফ-তুষারের এই উৎসব প্রতিবারের মতো করে শুরু হয়েছে গত ৫ জানুয়ারি।
আলোকজ্জ্বল উদ্বোধনী আয়োজনে ছিল আতশবাজির প্রদর্শনী।

তবে উদ্বোধনের আগেই খুলে
দেওয়া হয় কিছু আকর্ষনীয় স্থান। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো হারবিন আইস অ্যান্ড
স্নো ওয়ার্ল্ড। এর প্রবেশমূল্য ৪৮ মার্কিন ডলার (চার হাজার টাকা)।

এবারের আয়োজনে প্রদেশটির কাছের সংহুয়া নদী থেকে তুলে আনা ২ লাখ ২০ হাজার ঘন মিটার বরফখণ্ড দিয়ে ভাস্কর্য তৈরি হয়েছে। এর পাশাপাশি উৎসবে থাকছে বিভিন্ন অনুষ্ঠানও।

অনেকে একযোগে বিয়ে
করবেন এই বরফ উৎসবে। সাদা পোশাকের ওপর কনেরা পরবেন পারকা জ্যাকেট। সাহসীদের জন্য
রয়েছে সংহুয়া নদীর বরফশীতল জলে সাঁতার প্রতিযোগিতা। এছাড়াও, উৎসবে থাকছে স্কি, আইস স্কেট, আইস সকার খেলা। কেউ চাইলে বাইসাইকেল চালিয়ে ঘুরে দেখতে পারবেন উৎসবের
এলাকাটি। এই আয়োজন চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

হেইলংজিয়াঙের ঐতিহ্যবাহী বরফের লণ্ঠনে অনুপ্রাণিত হয়ে ১৯৮৫ সাল থেকে উদযাপন করা হচ্ছে হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো স্কাল্পচার ফেস্টিভ্যাল। এবার এই উৎসবের ৩৬তম আসর। এখন এটি বিশ্বের সেরা শীতকালীন উৎসবগুলোর মধ্যে অন্যতম। জাপানের স্যাপোরো স্নো ফেস্টিভ্যাল, কানাডার কুইবেক উইন্টার কার্নিভ্যাল ও হলমেনকলেন স্কি ফেস্টিভ্যালের চেয়ে এটি কোনও অংশে কম নয়।

চীনের
জাতীয় দৈনিক শিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২২ সালের শীতকালীন অলিম্পিকসে
সামনে রেখে পর্যটনের প্রসারে আশাতীত বিনিয়োগ করছে দেশটির সরকার। ২০১৮-২০১৯ মৌসুমে
আগের বছরের চেয়ে পর্যটক সংখ্যা ১৩ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে শীত
মৌসুমে বেড়াতে এসেছিলেন ২২ কোটি ৪০ লাখ ভ্রমণপ্রেমী।

Leave a Reply