বিমানের মুখোমুখি সংঘর্ষে পাইলট নিহত

Share on Facebook

রোববার কানাডার অটোয়া শহর থেকে ৩০ কিলোমিটার পশ্চিমের ক্রাপ এলাকায় মাঝ আকাশে দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ ঘটে; এতে দুর্ঘটনাস্থলেই বিমানের পাইলট নিহত হয়।

তবে তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। কানাডার বিমান কর্তৃপক্ষ এই দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।

রোববার  দুই বিমানের  সংঘর্ষের পর চেসনা এয়াক্রাফট কোম্পানির বিমানটি ক্রাপ এলাকার এক ধানক্ষেতে বিধ্বস্ত হয়। বিমানটিতে পাইলট একাই ছিলেন। দুর্ঘটনাস্থলেই পাইলট মৃত্যুবরণ করেন।

তবে অন্য বিমানটির তেমন বড় কোনো ক্ষতি হয়নি। পিপার পিএ-৪২ বিমানটি নিরাপদেই অটোয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়।

দুর্ঘটনা সম্পর্কে পিপার বিমানের পাইলট বলেছেন, চেসান বিমানটি তার বিমানটিকে নিচ থেকে আঘাত করেছিলো। এতে বিমানের ল্যান্ডিং গিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে তবে বিমানের  পাইলট ও যাত্রীদের কোনো  ক্ষয়ক্ষতি হয়নি। তারা সবাই জীবিত ও অক্ষত আছেন।

গত এক মাসেরও কম সময়ের মধ্যে অটোয়ায় এটি দ্বিতীয়বারের মত  বিমান দুর্ঘটনা। এছাড়াও অক্টোবরের মাঝামাঝিতে সড়কে বিধ্বস্ত হয় একটি বিমান। এতে তেমন বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও গুরুতর আহত হয়েছিলেন বিমানের  পাইলট।

Leave a Reply