বিদেশ ভ্রমণে যে বিষয়গুলো চিন্তায় রাখবেন

Share on Facebook

দেশের বাইরে অনেকেই পরিকল্পনা করে ঘুরতে যান। অনেকে পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিদেশ ট্যুরটা সুন্দরভাবেই সারতে পারেন। তবে যারা প্রথম বিদেশে বেড়াতে যাওয়ার কথা ভাবছেন তাদের পূর্ব থেকে কিছু বিষয় জেনে নেওয়া দরকার। কয়েক দেশ ভ্রমণ করে এসেছেন, এমন অনেকের অভিজ্ঞতাতেও কিছু বিষয় ধরা দেয় না। ফলে ঝামেলার সম্মুখীন হতে পারেন। এমন কিছু বিষয় থাকে যার বাড়তি সচেতনতার প্রয়োজন। সচেতনতা থাকলে ঝামেলামুক্ত একটি পরিপাটি ট্যুর সম্পন্ন করতে পারেন নিশ্চিন্তে। সেসব বিষয় জেনে নেয়া যাক।

 

বেড়াতে যাওয়ার সময়

কোন সময় বেড়াতে যাচ্ছেন তা ঠিক করা অত্যন্ত জরুরি। অর্থাৎ সব ভ্রমণ জায়গারই পিক – অফ পিক সিজন থাকে। চেষ্টা করুন পিক সিজনে সেই জায়গায় না যাওয়ার।

 

বিমানের টিকিট

ট্র্যাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কাটলেও, নিজে একবার বিমানের ওয়েবসাইটে গিয়ে বিমানের টিকিটের দাম জেনে নিন। কারণ অনেক সময়ই ওয়েবসাইটে বিভিন্ন অফার থাকে।

Image result for বিদেশ ভ্রমণ

থাকার জায়গা

যদি কোনও জায়গায় তিনদিনের বেশি থাকার পরিকল্পনা থাকে, তবে হোটেলের চাইতে সার্ভিস অ্যাপার্টমেন্টে থাকার ব্যবস্থা করুন। এতে রান্নাঘর ও লন্ড্রির কাজ নিজেরাই করে নিতে পারবেন।

 

স্থানীয় যানবাহন

আপনি কি রেন্টালে গাড়ি নিতে পারবেন? আপনার কাছে প্রয়োজনীয় গাড়ি চালানোর ডকুমেন্ট রয়েছে? পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতের কোনও পাস রয়েছে? কীসে যাতায়াত করলে খরচ কম হবে তা জেনে নিয়েছেন?

 

বিশেষ আকর্ষণ

বিদেশের অনেক জায়গার বিশেষ আকর্ষণীয় স্থানগুলোতে আগে থেকে বুকিং করে রাখলে অনেকটা ছাড় পাওয়া যায়। অনেক সময় টিকিট ও পাবলিক ট্রান্সপোর্টেও ছাড় মেলে।

 

ভিসা

দূতাবাসের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য জেনেন নিন। ভিসা অন অ্যারাইভালের সুযোগ থাকলে আপনি ভাগ্যবান। পাশপোর্টে উপযুক্ত ফাঁকা পৃষ্ঠা রয়েছে কি না দেখে রাখুন।

 

ডেবিট-ক্রেডিট কার্ড

এমন কার্ড ব্যবহার করুন যাতে বিদেশে এটিএম ব্যবহার করলে আলাদা করে কোনও চার্জ না কাটে। কারেন্সি কনভারশান ফি না কাটে। অনেকগুলো জায়গায় যাওয়ার থাকলে ট্র্যাভেল মানি কার্ড ব্যবহার করুন।

 

Leave a Reply