‘বিজয়ের মাসে চলো বঙ্গবন্ধুর জন্মভূমিতে’ প্যাকেজ ট্যুর

Share on Facebook

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে সামনে রেখে নতুন প্যাকেজ ট্যুর চালু করলো বাংলাদেশ পর্যটন করপোরেশন। এর শিরোনাম ‘বিজয়ের মাসে চলো বঙ্গবন্ধুর জন্মভূমিতে’।

স্বল্প খরচে দেশি-বিদেশি যেকোনও পর্যটক প্যাকেজটির আওতায় বঙ্গবন্ধুর জন্মভূমি ও সমাধিসৌধে
বেড়াতে পারবেন। বাংলাদেশ পর্যটন করপোরেশনের এই উদ্যোগে সহযোগিতা করছে টুয়েলভ
ইভেন্টস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।

সরকার ঘোষিত পর্যটন
বর্ষের (২০১৬-২০১৮) জন্য বরাদ্দের আওতায় কেনা ট্যুরিস্ট কোচের মাধ্যমে প্যাকেজটি
পরিচালনা করা হচ্ছে।

রবিবার (১ ডিসেম্বর) নতুন এই প্যাকেজ ট্যুর উদ্বোধন করেন অতিরিক্ত সচিব ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস। পর্যটন করপোরেশনের প্রধান কার্যালয়ের আঙিনায় এর আয়োজন করা হয়।

রাম চন্দ্র দাস বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্বাধীনতার
স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ, দর্শন ও তাঁর ব্যক্তিজীবনের
চিন্তাচেতনাকে তরুণসহ দেশের সবশ্রেণির মানুষ তথা সারাবিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য এই
উদ্যোগ নেওয়া হয়েছে।’

Leave a Reply