পর্যটন শিল্পে বিনিয়োগ করবে তুরস্ক

Share on Facebook

গত
বুধবার তুরস্কের আঙ্কারায় দেশটির সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রী মেহমেত নুরি
এরসয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন অর্থমন্ত্রী
আ হ ম মুস্তফা কামাল। এসময়ে সেখানে উপস্থিত ছিলেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের
রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ।

অর্থমন্ত্রী
বলেন, আগামী
বছরের প্রথম দিকে তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রী মেহমেত নুরি এরসয়ের
বাংলাদেশ সফরের আশা ব্যক্ত করেন। তিনি আশ্বস্ত করেছেন যে, তিনি
বাংলাদেশের পর্যটনশিল্পে বিনিয়োগ করবেন। পর্যটনশিল্পে বিনিয়োগের লক্ষ্যে কক্সবাজার
সফর করবেন এবং আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি তাদের দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার জন্য পাঠাবেন। বিশেষ করে কৃষি,
শিল্প, এসএমই খাতে তিনি আগ্রহ ব্যক্ত করেন।

মুস্তফা
কামাল বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশ্বকে সুন্দর ও শান্তিময় করাই আমাদের দায়িত্ব।
তুরস্ক শিল্প সমৃদ্ধ একটি দেশ, ওইসিডি, জি-২০’র মতো সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য। আর আমরা
শিল্প সমৃদ্ধ হওয়ার পথে হাঁটছি, জি-২০’র
সদস্য হওয়ার স্বপ্ন দেখছি। 

এরপর
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য বিনিয়োগ ও অর্থনৈতিক সাহায্য সংশ্লিষ্ট যৌথ
ইশতেহার সই হয়। বাংলাদেশের পক্ষে মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং
তুরস্কের পক্ষে সই করেন সেই দেশের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রী মেহমেত নুরি
এরসয়।

তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রী মেহমেত নুরি এরসয় বলেন, বাংলাদেশের অগ্রগতি সত্যিই প্রশংসার যোগ্য। বাংলাদেশ একটি উদীয়মান অর্থনৈতিক তারকা। তুরস্ক ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভালো। যদিও দু’দেশের বাণিজ্য পরিসর ততটা ভালো নয়। তবে যাতে করে বাণিজ্য পরিসর আরও বাড়ানো যায়, সেটাই এখন আমাদের প্রচেষ্টা।

Leave a Reply