পর্যটকদের জন্য ‘ডবল এন্ট্রি’ ভিসা চালু করছে থাইল্যান্ড

Share on Facebook

পর্যটকদের জন্য নতুন
একটি ‘ডবল এন্ট্রি’ ভিসা চালু করার ঘোষণা করছে এবারে থাইল্যান্ড। নতুন এই ‘ডবল এন্ট্রি’ ভিসার
মাধ্যমে ভ্রমণকারীরা প্রতিবেশী দেশ ক্যাম্বোডিয়া, লাওস কিংবা মালয়শিয়া ঘুরে
দ্বিতীয়বারের মতো প্রবেশ করতে পারবে থাইল্যান্ডে, জানিয়েছে থাই সরকার।

দেশটির প্রধানমন্ত্রীর
উপ-মহাসচিব কোবসাক বলেন, পর্যটকদের জন্য ‘ডবল এন্ট্রি’ ভিসা চালু করা হবে। এই
ভিসার মাধ্যমে আগত পর্যটকরা একবার থাইল্যান্ড ত্যাগ করে ক্যাম্বোডিয়া, লাওস কিংবা
মালয়শিয়ায় ভ্রমণ করবার পর পুনরায় প্রবেশ করতে পারবেন থাইল্যান্ডে। তিনি আরও বলেন,
নতুন অনলাইন ভিসা চালু করার কথাও ভাবছে সরকার।

এদিকে থাইভিসা জানিয়েছে, তিনমাসের পরীক্ষার জন্য দেশটির দুইটি স্থল প্রবেশ কেন্দ্র, নঙ খাই (থাইল্যান্ড ও লাওসের মধ্যে) এবং সাদাও (থাইল্যান্ড ও মালয়শিয়ার মধ্যে) খোলা থাকবে ২৪ঘন্টাই। তবে পরীক্ষামূলক এই ব্যবস্থা কবে নাগাদ চালু হবে, তা এখনো জানা যায়নি।

উপ-মহাসচিব কোবসাক বলেন,
পর্যটন খাতকে চাঙা করে তুলবার জন্যই নতুন ভিসা ও দীর্ঘসময়ের জন্য চেকপয়েন্ট খোলা
রাখার এই ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।

তিনি আরও বলেন, সামনের
২০২০ সালে ৪২ মিলিয়ন পর্যটককে আকৃষ্ট করাই থাই সরকারের লক্ষ্য। এসময়ে তিনি আরও যোগ
করেন, ২০১৯ সালের প্রথম অর্ধবছরেই ইতিমধ্যে ২০ মিলিয়ন পর্যটক ভ্রমণ করেছে
থাইল্যান্ডে। বাকি অর্ধবছর পরে এই সংখ্যা পৌঁছবে ৩৯ মিলিয়নে, যা গত বছরে আশার করা
৪০ মিলিয়ন থেকে কম।

তবে ‘ডবল এন্ট্রি’-এর এই
ভিসার মেয়াদকাল এখনো নির্ধারণ করা হয়নি।

Leave a Reply