ঢাকা-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা সালামএয়ারের

Share on Facebook

গত অক্টোবর মাসের ৭ তারিখ থেকে চট্টগ্রাম-মাস্কাট রুটে ফ্লাইট উদ্বোধন করে ওমানের সালাম এয়ার।
সোমবার
মাস্কাট
স্থানীয়
সময়
দুপুর
১টা
৫৫
মিনিটে
ছেড়ে
এসে
বিমানটি
চট্টগ্রামের
শাহ
আমানত
আন্তর্জাতিক
বিমানবন্দরে
অবতরণ
করে
রাত
৮টা
৪৫
মিনিটে। এবং চট্টগ্রাম থেকে একই দিনে রাত ৯টা ৩০মিনিটে ছেড়ে মাস্কাটে পৌঁছে স্থানীয় সময় রাত ১২টা ৩৫মিনিটে।

মঙ্গলবার (৮ অক্টোবর)
রাতে সালাম এয়ার বিভিন্ন ট্রাভেল
এজেন্টকে পুরস্কার প্রদান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন 
করে। অনুষ্ঠানে
সালামএয়ারের কান্ট্রি ম্যানেজার এম সাহাবুদ্দিন বলেন, ‘চট্টগ্রাম বিভাগের অনেক মানুষ ওমানে
কর্মরত আছেন। তাদের সুবিধার কথা ভেবেই চট্টগ্রাম থেকে বাংলাদেশে আমাদের
দ্বিতীয় রুট চালু করা হলো। আগামীতে ঢাকা থেকে প্রতিদিন দুটি ফ্লাইট চালুর
পরিকল্পনা রয়েছে।’

অনুষ্ঠানে আরো
উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো.
মফিদুর রহমান বলেন। তিনি বলেন, ‘প্রতি
বছর দেশে ৮ শতাংশ
হারে আকাশপথের যাত্রী বাড়ছে। নতুন নতুন এয়ারলাইনস বাংলাদেশে তাদের কার্যক্রম
চালাচ্ছে। যাত্রীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়ার পাশাপাশি
সেবার মানও বৃদ্ধি
পাচ্ছে।’

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সালামএয়ারের কর্মকর্তা ও এজেন্টরা-

সালামএয়ারের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) প্রতিষ্ঠান অ্যারো উইং এভিয়েশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ লতিফ শাহরিয়ার জাহিদ বলেন, ‘ওমানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে নতুন রুট করেছি আমরা। এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ওমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি পাবে। একইসঙ্গে দুই দেশের পর্যটন ও বাণিজ্য শিল্পের সম্প্রসারণ হবে।’

বর্তমানে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাস্কাটে সালামএয়ারের ফ্লাইট চলাচল করছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে ঢাকা থেকে মাস্কাটে ফ্লাইট চালু করে সালামএয়ার।
২০১৬ সাল থেকে ফ্লাইট শুরুর পরে এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ায় এ নিয়ে ছয়টি রুটে যাত্রীসেবা দিচ্ছে সালাম এয়ারলাইন্স। ঢাকা ও চট্টগ্রামের বাইরে নেপালের কাঠমান্ডু, পাকিস্তানের করাচি, মুলতান ও শিয়ালকোটে ফ্লাইট পরিচালনা করছে তারা। সালামএয়ারের অন্যান্য আন্তর্জাতিক রুট হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি, কাতারের দোহা, সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ, ইরানের তেহরান ও সিরাজ, সুদানের খারতু, মিসরের আলেক্সান্ড্রিয়া, কুয়েত, তুরস্কের ইস্তানবুল। এছাড়াও অভ্যন্তরীণ রুটে মাস্কাট, সালালাহ ও সোহারে ফ্লাইট পরিচালনা করে এই এয়ারলাইন্সটি।

Leave a Reply