অভ্যন্তরীণ পর্যটন বাড়ছে চীনে

Share on Facebook

২০১৫ সালের হিসেবে, জনপ্রিয়
পর্যটন কেন্দ্র হিসেবে চীন ছিল চতুর্থ স্থানে। ৫৬.৯ মিলিয়ন পর্যটক ভ্রমণ করেন
সেখানে প্রতি বছর। চীনের অভ্যন্তরীণ পর্যটনের বর্তমান চিত্র হিসেব করে ইউনাইটেড
ন্যাশন ওয়ার্ল্ড ট্যুরিজম অরগ্যানাইজেশন (ইউএনডাব্লিউটু) ধারনা করছে যে খুব শীঘ্রই
পর্যটকমুখর দেশ হিসেবে ফ্রান্স ও অ্যামেরিকাকে ছাড়িয়ে যাবে চীন।

২০১৭ সালে চীনে শুধুমাত্র
অভ্যন্তরীণ পর্যটকই ছিলো ১৩৯.৪৮ মিলিয়ন এবং ২০১৮ সালে ছিলো ১৪১.২ মিলিয়ন। যা
পূর্বের বছরের চাইতে ৩.৬ শতাংশ বেশি। এবং চলতি ২০১৯ সালে এখন পর্যন্ত সেই সংখ্যা
বেড়ে ১৪২ মিলিয়নে এসেছে। এতে করেই বোঝা যায় দেশটির অভ্যন্তরীণ পর্যটনের বৃদ্ধি
পাচ্ছে নিয়মিত।

চীনের পর্যটনের এই
গতিবৃদ্ধির প্রধান কারন মূলত দেশটির যাতায়াত ব্যবস্থার উন্নতি। রাস্তাঘাট ও
রেলপথের উন্নতির জন্য প্রচুর বিনিয়োগ করেছে চীনা সরকার। যার ফলে উন্নতি এসেছে চীনের
পর্যটন খাতে। পর্যটন খাতে শুরু হওয়া উন্নতি দীর্ঘকাল ধরে রাখতে চাইলে উন্নয়নের এই
ধারাও ধরে রাখতে হবে সরকারকে।

অন্যদিকে গত সপ্তাহের সরকারি
তথ্যানুসারে, পর্যটকের সংখ্যা হ্রাস পেয়েছে হংকংয়ে। এই অঞ্চলে চলমান অস্থিরতার
কারনেই কমে যাচ্ছে পর্যটকেরা সংখ্যা। এবং এর প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতেও। জুলাই
থেকে সেপ্টেম্বর মাসের তথ্যানুযায়ী এই তিনমাসে মাত্র ১১.৯ মিলিয়ন পর্যটক ভ্রমণ
করেছে হংকংয়ে, যা গতবছরের তুলনায় ২৬ শতাংশ কম।

হংকংয়ের পর্যটনকে দেশটির
অর্থনীতির জন্য শক্তিশালী একটি ভিত্তি হিসেবে দেখা হয়। আড়াই লাখেরও বেশি কর্মী
নিযুক্ত আছে এই খাতে। এবং রাজ্যের শতকরা ৪.৫ শতাংশ জিডিপি আসে পর্যটন খাত থেকেই।

Leave a Reply