ঘুরে আসুন যশোর রোড

Share on Facebook

ঐতিহাসিক যশোর রোড নির্মান করেন কালীগঞ্জের নলডাঙ্গার জমিদার কালী পোদ্দার, জানা যায় কালী পোদ্দারের মা যশোদা দেবী জীবনদশায় গঙ্গাস্নানের ইচ্ছা পোষণ করেন।গঙ্গায় যাওয়ার জলপথ থাকা সত্ত্বেও তিনি সড়ক পথে ভ্রমণের ব্রত নেন।জমিদার কালী পোদ্দার মায়ের ইচ্ছা পুরনে যশোর কালীগঞ্জ থেকে কলকাতার গঙ্গাতীরের কালীঘাট পর্যন্ত দীর্ঘ রাস্তা নির্মাণ করেন। নির্মাণ শেষে রাজমাতার গঙ্গাস্নানের প্রস্তুতি নেয়া হলে যশোদা দেবী এতো রোদের মাঝে ভ্রমণের অস্বীকৃতি জানান এবং পরবর্তীতে তার পরামর্শে রাস্তার দু ধারে রেন্ট্রি কড়ই গাছ বোপন করা, যা শতবর্ষ ধরে আজো যশোর রোডের শোভা বর্ধন করে আসছে। যশোদা দেবী এই রোডের নামকরন করেন “ যশোর রোড” ।আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে “ যশোর রোডের” একটি উল্লেখযোগ্য নাম, একাত্তুরের শত শত শরণার্থী এই রোডের দুধারে আশ্রয় নেন। তাদের এই দুর্ভোগ, দুর্দশা নিজ চোখে পর্যবেক্ষণ করে “সেপ্টেম্বর অন যশোর রোড” নাম করণের কবিতা লেখেন মার্কিন কবি অ্যালান গিনসবার্গ।পরবর্তীতে এই কবিতাটির বঙ্গনুবাদ করে গান আকারে পরিবেশন করেন ভারতের বিখ্যাত গায়িকা মৌসুমি ভৌমিক। “Millions of souls nineteenseventyone homeless on Jessore road under grey sun A million are dead, the million who can Walk toward Calcutta from East Pakistan” “শত শত চোখ আকাশটা দেখে শত শত শত মানুষের দল যশোর রোডের দুধারে বসত বাঁশের ছাউনি, কাদামাটি জল”

Image result for যশোর রোড

কিভাবে যাবেন

ঢাকা থেকে বাস বা ট্রেনে যশোর। যশোর- বেনাপোল (৭০ কিঃমিঃ) রোডটির নাম যশোর রোড।সবচেয়ে ভালো হয় যশোর থেকে বেনাপোল যেতে যেতে এই রোডের সৌন্দর্য দেখা।

 

কোথায় থাকবেন

যশোরে বা বেনাপোলে ভালো মানের আবাসিক হোটেল আছে।

Leave a Reply